“চক দে ইন্ডিয়া”- টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ ও মহিলা হকি দল একসঙ্গে সেমিফাইনালে

दैनिक समाचार

লেখিকা সাবাতিনি চ্যাটার্জী

সোমবার (২রা আগস্ট) শক্তিশালী অস্ট্রেলিয়াকে  ১-0 গোলে  হারিয়ে প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে উঠলো ভারতের মহিলা হকি দল । প্রধান দাবিদার অস্ট্রেলিয়া কে হারিয়ে ভারতের মহিলারা পুল এ – র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অগ্নিপরীক্ষা সম ম্যাচে দ্বিতীয় কোয়াটারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রসঙ্গত এই নিয়ে মাত্র তিনবার অলিম্পিকে খেলছে ভারতের মহিলা হকি দল।

১৯৮০ সালে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে খেলা হয়েছিল। চতুর্থ স্থানে শেষ  দখল করেছিলেন মহিলারা। এরপর ২০১৬ সালে খেলেছিল ভারত। তবে বলার মতো কিছুই করতে পারেনি সেই বারের ম্যাচে। তৃতীয় প্রচেষ্টায় ইতিহাস গড়লেন মহিলারা। কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন বিশ্বের দুই নম্বর দল অস্ট্রেলিয়াকে। আজ ৪১ বছর পর টোকিও অলিম্পিকে সেমিফাইনালে ভারতের মহিলা হকি টিম যা নিসন্দেহে ভারতের জন্য  গর্বের  । খেলা চলাকালীন ভারতের আগ্রাসন ও কৌশলের দারুণ মিশ্রণ লক্ষ করা গেছে এবং চরম বিচক্ষণতার সাথে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিফেন্স করেছেন ।

এই প্রথম কোনও অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলা হকি দল একসঙ্গে সেমিফাইনালে উঠল।টোকিও অলিম্পিক্সে সিন্ধুর জয়ের কিছুক্ষণের মধ্যেই আরও একটি দারুণ খবর চলে এসেছিল রবিবার সন্ধ্যায়। ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমি ফাইনালে ভারত। কো য়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিয়াছিল গ্রেট ব্রিটেনকে। ৩-১ গোলে জয় হয় ভারতের।গ্রুপ পর্বে বরবরই অপ্রতিরোধ্য ছিল ভারতীয় হকি দল। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। ৭-১ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে মনপ্রীত, দিলপ্রীতদের। কিন্তু ওই একটি ম্যাচ বাদ দিলে বাকি কোনও ম্যাচেই আর পেছনে ফিরে তাকাতে হয় ভারতীয় পুরুষ হকি  দলকে। সব ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।  ১৯৭২ সালে শেষবার অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এরপর টোকিওতে ফের শেষ চারে জায়গা করে নিল ভারতীয় হকি । পুরুষদের হকির সেমিফাইনালে ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত।তাই দেশের সবার নজর থাকবে সেমিফানালের দিকে। বিশিষ্ট রাজনীতিবিদ সহ অনেক সেলিব্রিটি এই জয় উদযাপন করতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য রেখেছেন । প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ এটিকে “একটি পরম মুহূর্ত” এবং  তিনি “গর্বিত” বলে অভিহিত করেছেন ।বলাই বাহুল্য যে গোটা দেশ এখন ‘সোনালী’ স্বপ্নে মজে আছে । হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে এবং দেশের মানুষ আধির আগ্রহে সেই মুহূর্তের জন্য আপেখা করছেন।সোমবার তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার মেয়েদের হকির সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছে রানি রামপাল অ্যান্ড কোং। মীরাবাঈ চানু, পি ভি সিন্ধু, ভারতের মহিলা এবং পুরুষ হকি টিম প্রভৃতি সবার পারফরম্যান্স ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সর্বোপরি এই বছরের অলিম্পিক ভারতের ইতিহাসে এক অন্য মাত্রায় এনে দিয়েছে এবং আপামর ভারতবাসী অপেক্ষা করছে সেই স্বর্ণোজ্জ্বল মুহূর্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *