টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympic 2021) পরপর পদক ভারতের ঝুলিতে

दैनिक समाचार

লেখিকা সাবাতিনি চ্যাটার্জী

       রবিবার 29 শে আগস্ট একদিনে তিনটে পদক এসেছে ভারতের ঝুলিতে তারমধ্যে দুটি রূপ এবং একটি ব্রোঞ্জ।প্যারালিম্পিক্সে রবিবার ভারতের জন্য দিনটি স্মরণীয় হয়ে রইল।  এই জয়ের জন্য ভারত এক লাফে 45 নম্বরে উঠে যা নিঃসন্দেহে গর্বের এবং আনন্দের।  ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের জন্য।

       রবিবার দিনটি শুরু হয়েছিল টেবিল টেনিস এ পদক জয়ের মধ্যে দিয়ে।প্যারালিম্পিক্সে দেশের প্রথম সোনা আনার লক্ষ্যেই এদিন নেমেছিলেন ভাবিনাবেন। কিন্তু টেবিল টেনিসের সিঙ্গেলসে ফাইনালে চীনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে রূপসী সন্তুষ্ট থাকতে হয়েছে ভাবিনাবেনকে।দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে প্য়ারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভাবিনা।

       এদিন ম্যাচের শুরুতেই প্রথম গেমে 11-7 ফলে হেরে যান ভাবিনাবেন। এরপর দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেছিলেন ভাবিনা। পরপর তিনটে পয়েন্ট তুলে নিয়েছিলেন। কিন্তু ফের একবার দ্বিতীয় গেমেও জয় ছিনিয়ে নেন ঝৌ। দ্বিতীয় গেমে ভাবিনা হারেন 11-5 এ। তৃতীয় গেমে লড়়াইটা দারুণ করেছিলেন ভাবিনা। প্রথমে 2-4 ব্যবধানে পিছিয়ে গিয়েও ফিরে এসেছিলেন।  8-6 পয়েন্ট হয় একসময় খেলায় তৃতীয় গেমে। কিন্তু এখানও শেষ হাসি হাসেন ঝৌ। তৃতীয় গেমে জিতে যান চিনের প্রতিযোগী 11-6 এ। এর ফলেই 3-0 এ ম্যাচ জিতে যান তিনি। উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বেও চিনের এই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হয়েছিল ভাবিনাবেনকে। ফাইনালে হারের পর ভাবিনা বলেন, ‘আমি একদিকে ভীষণ খুশি ছিলাম, আবার একদিকে একটু নার্ভাসও ছিলাম। তার জন্যই হয়ত আমি এদিন ঠিকভাবে খেলতে পারিনি। নিজের 100% দিতে পারিনি। কিছুটা হতাশ আমি। কিন্তু যা যা ভুলত্রুটি রয়েছে, তা ঠিক করে আগামী টুর্নামেন্টগুলোয় আরও ভাল ফল করার ব্যাপারে আশাবাদী আমি।’

       প্যারালিম্পিক্সে ভারতকে দ্বিতীয় পদক দিলেন নিশাদকুমার।পুরুষদের হাইজাম্পে টি 47 বিভাগে 2.06 মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। 1.94 মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা ফল করলেও ভারতের আর এক অ্যাথলিট রাম পাল হাইজাম্পে শেষ করলেন পঞ্চম স্থানে।

       পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ 52 ইভেন্টে 19.91 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ। রবিবার এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। 19.91 মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (19.98 মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর  20.02 মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন। বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, ‘ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।’ দীপা মালিকের ট্যুইট, ‘দিনটা খুব স্পেশ্যাল। 30 বছর বয়সে খেলা শুরু করে 42 বছর বয়সে প্যারালিম্পিক্সে পদক জিতলেন বিনোদ কুমার।’ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

       সম্প্রাতি পাওয়া খবর আনুসারে, সোমবার (30 শে আগস্ট ) শ্য়ুটিংয়ে সোনা জেতেন অবনী লেখারা। মহিলাদের 10  মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। 249.6পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘অলৌলিক সাফল্য। কঠিন লড়াইয়ের পর যোগ্য হিসেবে আপনি সোনা জিতেছেন। পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত। দেবেন্দ্রেকে ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা।’

       শুধু তাই না দেশের নাম উজ্জ্বল  করে এদিনই টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ডিসকাস থ্রোয়েও পদক আসে। এফ 56 বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটে লেখেন, ‘দারুণ পারফরম্যান্স যোগেশ কাথুনিয়ার। রুপো জিতে ওঁ দেশে ফিরছে। ওঁকে দেখেই আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। যোগেশকে ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’

       এথেন্স, রিওর পর এবার টোকিওতেও জ্যাভলিনে পদক জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। টোকিও প্যারালিম্পিক্সে এদিন জ্যাভলিনের এফ 46 বিভাগে রুপো জিতেছেন তিনি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের সুন্দর সিং। প্রধানমন্ত্রী 2 পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স দেবেন্দ্র ঝাঝারিয়ার। দেশের অন্যতম অভিজ্ঞ অ্যাথলিট। দেবেন্দ্র এবার রুপো জিতেছেন টোকিওয়। ক্রমাগত দেশকে গর্বিত করেই চলেছেন এই প্যারা অ্যাথলিট। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।’

       প্যারালিম্পিক্সে পদকজয়ীদের ট্যুইটে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী। তিনি তাঁর ট্যুইটে লেখেন, ‘সকালটা শুরু হল দুর্দান্ত একটা খবর দিয়ে। অবনী লেখারা সোনা জিতেছেন ভারতের হয়ে প্যারালিম্পিক্সে। আরও একজন ভারতের মেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন।’ দেবেন্দ্র ঝাঝারিয়া, সুন্দর সিংহ ও যোগেশ কাথুনিয়ার সাফল্যের জন্যও ট্যুইটে তাঁদের শুভেচ্ছা জানান রাহুল। তিনি লেখেন, ‘গুড মর্নিং ফর স্পোর্টস ইন ইন্ডিয়া। স্পোর্টস ইন ইন্ডিয়া তাই বিশ্বের দরবারে এক নতুন দিশা দেখিয়েছে , সারা দেশের আপামর জনগন আজ  এই জয়ের জন্য আনন্দিত এবং গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *