প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানে বারমেঢ়-যোধপুর মহাসড়কে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএস) থেকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এককালীন অর্থ সাহায্যের প্রস্তাব অনুমোদন করেন।
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে ; “রাজস্থানের বারমেঢ়-যোধপুর মহাসড়কে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা দুঃখজনক। শোকের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করি : প্রধানমন্ত্রী@narendramodi
রাজস্থানের বারমেঢ়-যোধপুর মহাসড়কে দূর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটজনদের এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য পিএমএনআরএস থেকে দেওয়া হবে। আহতরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবেন : প্রধানমন্ত্রী@narendramodi ।’